অনেক পুরনো বউ

স্বামী-স্ত্রী কৌতুক August 6, 2017 2,402
অনেক পুরনো বউ

স্ত্রী : দেখ দেখ! পাশের ফ্ল্যাটের জামান সাহেব ৫২ ইঞ্চি স্মার্ট টিভি নিয়ে এসেছে! তোমার বেতন তো তার চেয়ে বেশি। যাও না আমাদেরও...


স্বামী : আরে... কী যে বল প্রিয়তমা! যার পাশে তোমার মতো সুন্দরীশ্রেষ্ঠা স্ত্রী আছে সে কি কখনো স্মার্ট-আনস্মার্ট টিভিতে সুখ-সৌন্দর্য খুঁজতে পারে?


আমতা আমতা করে স্ত্রী : না... ইয়ে মানে তোমার কথা তো আমি... আমাদের টিভিটা পুরনো... তবে তুমি যা বলছো, এতদিন তো এভাবে...


স্বামী : আরে এসব সব সময় বললে তো তার গুরুত্ব হারিয়ে যাবে! এ রিস্ক আমি কীভাবে নেই! বল?


স্ত্রী : তুমি অনেকদিন যাবৎ চিতল মাছের কোপ্তা খেতে চাইছ। কিন্তু আমি... ছিঃ...ছিঃ...


স্বামী : দরকার নাই! গতকাল তোমার হাতের বানানো আলুর ভর্তার গোল্লা তারচেয়ে সুস্বাদু ছিল...


স্ত্রী : তোমার কী হয়েছে গো...


স্বামী : কিছুই হয় নাই, আমি সব সময়ই এমন ছিলাম। তুমি সংসার নিয়ে ব্যস্ততায় খেয়াল কর নাই...


স্ত্রী : তবে যাই বল, টিভিটা আমাদের অনেক পুরনো...


স্বামী : তুমিও তো অনেক পুরনো বউ আমার! কিন্তু তারপরও আমার কাছে হিরোইন নাম্বার ওয়ান! আর জামান সাহেবের বউয়ের দিকে ভালো কইরা খেয়াল করছ! শুধু টাকার জন্য... বেটা অমন একটা... তার তুলনায় তুমি তো রূপগুণের একটা ভরা কলসি।


স্ত্রী : আর ওভাবে বইলো না- আমি তো পাগল হয়ে যাব! আমার মাথা ঝিম ঝিম করতেছে। টিভির দরকার নাই। তুমি আমার পাশে বইসা থাক কিছুক্ষণ...


স্বামী (মনে মনে)। যাক, ওষুধ ধরেছে শেষ পর্যন্ত!