এবার বাহুবলী গেমস

গেমস রিভিউ August 2, 2017 3,313
এবার বাহুবলী গেমস

বাহুবলী’ সিনেমা কোটি কোটি ভক্তের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করার পর এবার এর কাহিনী নিয়ে তৈরি হয়েছে মোবাইল গেমস।


গেমসটি তৈরি করেছে মুনফ্রগ গেইম স্টুডিও। রিয়েল টাইম স্ট্র্যাটেজি ঘরানার গেমসটি ফ্রি তে প্লে-স্টোরে পাওয়া যাবে।


গেমসটির কাহিনী মহিস্মতি রাজ্যটিকে শত্রুদের হাত থেকে রক্ষা করাকে ঘিরে তৈরি। শুরুতে গেইমারকে সেনাপতির দায়িত্ব দেয়া হবে।


মিস্ত্রিদের সঠিকভাবে নির্দেশনা দিয়ে ব্যারাক, ফাঁদ, অস্ত্রাগার ও অস্ত্র তৈরি করতে হবে, যা পরে ব্যবহার করতে হবে আক্রমণকারী শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এছাড়াও, নির্মিত এ সকল রিসোর্স ব্যবহার করে সৈন্যদল ও সেনাদের তালিম দিয়ে করতে হবে আরও বেশি শক্তিশালী। খেলতে খেলতে লেভেল বাড়ার পর আরও কিছু বিখ্যাত চরিত্র আনলক করা যাবে, যেমন বাহুবলী, কাটাপ্পা ও বল্ললদেব।


গেমসটির গ্রাফিক্স প্লে স্টোরে থাকা অন্যান্য রিয়েল টাইম স্ট্র্যাটেজি গেমসের সমকক্ষ, তবে যারা এই মুভির ফ্যান তাদেরকে সিনেমার বেশ কিছু সাউন্ড দেবে অন্যরকম একটি অনুভূতি। সব মিলিয়ে, যারা মুভির ফ্যান তারা দেরি না করে এখনই খেলা শুরু করতে পারেন গেমসটি।


সূত্র-টেকশহর।