বিয়ের আগে মা হয়েছিলাম

স্বামী-স্ত্রী কৌতুক August 1, 2017 1,212
বিয়ের আগে মা হয়েছিলাম

স্ত্রী : ওগো, একটা কথা বলবো?


স্বামী : হ্যাঁ, কী কথা বলো?


স্ত্রী : আমার ভয় করছে।


স্বামী : ভয় নেই তুমি বলো!


স্ত্রী : আমি মা হতে চলেছি।


স্বামী : তা তো খুশির খবর। এটা বলতে ভয় কেন পাচ্ছো?


স্ত্রী : না মানে, বিয়ের আগে একবার মা হয়েছিলাম। শুনে বাবা আমাকে মেরেছে। তাই ভাবলাম তুমি যদি কিছু বলো।