মার্কিন যুক্তরাষ্ট্রের টেকনোলজি সংস্থা ডেল বিশ্বের প্রথম ওয়ারলেস চার্জিং সুবিধার ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে। এই টেকনোলজির ল্যাপটপ বিশ্বে নতুন বিপ্লব ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। এটি টু ইন ওয়ান ল্যাপটপ। ল্যাটিটিউড সিরিজের এই ল্যাপটপটির মডেল ৭২৮৫ টু ইন ওয়ান। ল্যাপটপটির সঙ্গে চার্জিং ডক রয়েছে। এই চার্জিং ডক দিয়ে ল্যাপটপটি চার্জ দেওয়া যাবে।
যদিও টু ইন ওয়ান এই ল্যাপটটিতে ওয়ারলেস চার্জিং সুবিধা নেই। এজন্য একটি ডকের সাহায্য নিতে হবে। এতে ওয়ারলেস কম্পিটেবল কিবোর্ডও রয়েছে। চার্জিং ডকের ৫০ মিটারের মধ্যে ল্যাপটপটি রাখলে আটোম্যাটিক চার্জ হবে।
ল্যাপটপটির দাম করা হয়েছে ১২০০ ডলার। এতে কোর আই৫-৭ ওয়াই৫৪ মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আছে ৮ জিবি র্যাম। ল্যাপটপটিতে ১২ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই দুর্দান্ত ল্যাপটপটির দাম করা হয়েছে ১,৭৫০ ডলার।