

হোস্টেলবাসী দুই ক্লাসফ্রেন্ড কথা বলছে।
দোস্ত, পুরাই ধরা খায়া গেলাম!
কেন! কী হইছে?
লেটেস্ট মোবাইল সেটটা কেনার আশায় বই-খাতার টাকা চায়া এসএমএস করছিলাম বাড়িতে...
তো! ধরা খাওয়ার কী হইল?
কুরিয়ারে দুইটা বস্তা আইছে বাড়ি থেইক্যা আজ, বউ-খাতায় ভর্তি। দুলাভাই নাকি বই-খাতার ব্যবসা শুরু করছে ইদানীং...