এক বিধবা তিন বাচ্চার মা, বিয়ে করলো এক বিপত্নীক তিন বাচ্চার বাবাকে। বিয়ের পর তাদের আরও তিনটি বাচ্চা হলো।
একদিন তাদের বাচ্চাদের মধ্যে তুমুল মারামারি লেগে গেল। তখন স্ত্রী তার স্বামীকে ফোন করলো. . .
স্ত্রী : হ্যালো... শুনছো, তুমি এক্ষুণি একবার বাড়ি এসো। আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারছে।