দুই বন্ধু দোকানে গেল। কিছুক্ষণ পর দোকান থেকে বের হয়ে একজন আরেকজনকে বলল-
এক বন্ধু : দেখ, আমি দোকান থেকে তিনটা চকলেট মেরে দিয়েছি! আমিই পৃথিবীর সবচেয়ে চালাক মানুষ।
অন্যজন : আমার চালাকি দেখবি?
এক বন্ধু : হ্যাঁ।
অন্যজন : চল তাহলে।
তারা আবার দোকানে ফিরে গেল। দোকানদারকে অন্যজন বলল-
অন্যজন : ম্যাজিক দেখবে ভাই?
দোকানদার : হ্যাঁ।
তখন অন্যজন পরপর তিনটা চকলেট চেয়ে নিয়ে খেয়ে ফেলল।
দোকানদার : ম্যাজিক কই?
অন্যজন : আমার বন্ধুর পকেটে হাত দাও। চকলেট তিনটা ওখানে আছে!