ভারতীয় সিরিয়াল দেখে এক মহিলার ধারণা জন্মালো, তার স্বামী পরকীয়া করছেন। প্রথম দিন মহিলা তার স্বামীর শার্টে একটা লম্বা চুল খুঁজে পেলো।
মহিলা : তুমি কোনো মেয়ের সাথে প্রেম করছো?
স্বামী : কি বলো এইসব?
মহিলা : এই চুল আসলো কোথা থেকে?
স্বামী : শোনো, এটা তো তোমার চুলও হতে পারে।
মহিলা চুপ করলেন। দ্বিতীয় দিন স্বামী বাসায় ফেরার আগে ভালো করে শার্ট ঝাড়লেন। তবু তার স্ত্রী একটা চুল খুঁজে পেলেন। চুলের সাইজ দেখে কান্না জুড়ে দিলেন।
মহিলা : তুমি বয়কাট মেয়েদের সঙ্গে প্রেম করছো?
স্বামী : আরে এটা তো আমার চুল হতে পারে। শান্ত হও।
মহিলা চুপ হয়ে গেলেন। তৃতীয় দিন ভদ্রলোক আরো সতর্ক। ভালোভাবে চেক করলেন, কোনো চুল নেই। তবু তার স্ত্রী হাউকাউ শুরু করে দিলেন।
মহিলা : ছি ছি, তুমি টাক মাথা মেয়েদের সঙ্গে প্রেম করছো?