স্ত্রী : ওগো জানো, আজ না আমি তোমার প্যান্ট ধুইতে গিয়ে তোমার পকেটে একটা ১০০ টাকার নোট পাইছিলাম।
স্বামী : টাকাটা কই রাখছো?
স্ত্রী : আমি তো ওইটা ফালায়া দিছি।
স্বামী : ফালাইছো কেন?
স্ত্রী : কারণ ওই টাকাটা তো জাল আছিলো।
স্বামী : কিভাবে বুঝলা তুমি, যে ওই টাকাটা জাল আছিলো?
স্ত্রী : আরে তুমি তো দেখি অনেক বোকা, ১০০ টাকায় তো দুইটা শূন্য থাকে। কিন্তু ওইটাতে তো আছিলো তিনটা শূন্য।
স্বামী : হায় হায়, বউ তুমি করছোটা কি! তুমি আমার এক হাজার টাকার নোট ফালায়া দিছো!