লেনোভোর কম দামের ল্যাপটপ

কম্পিউটার রিভিউ July 20, 2017 1,299
লেনোভোর কম দামের ল্যাপটপ

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর বাজারে নতুন একটি ল্যাপটপ ছেড়েছে। এটি সাশ্রয়ী দামের। ল্যাপটপটির মডেল আইডিয়া প্যাড ৩২০। ভারতের বাজারে এই ল্যাপটপটির মূল্য ১৭ হাজার ৮০০ রুপি। এই ল্যাপটপটিতে শক্তিশালী ওয়াইফাই নেটওয়ার্ক কানেকটিভিটি পাওয়া যাবে। এছাড়াও এতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।


মাল্টিমিডিয়া সমৃদ্ধ এই ল্যাপটপটিতে আছে অ্যাডভান্সড গ্রাফিক্স। এজন্য ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জিও ফোর্স ৯৪০ ম্যাক্স।


আইডিয়া প্যাড ৩২০ ল্যাপটপটিতে ডলবি অটোমস স্পিকার ব্যবহার করা হয়েছে। ফলে ভালো মানের শব্দ পাওয়া যাবে। এছাড়াও এতে হার্মান স্পিকারও সংযোজন করা হয়েছে।


লেনোভোর নতুন ল্যাপটপটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে দীর্ঘক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে।