

গ্রাম থেকে দুই বন্ধু শহর দেখতে এসেছে। দুজনার মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : ওই দেখ, এত বড় বিল্ডিং বানাইলো ক্যামনে?
২য় বন্ধু : আরে ছাগল, তার আগে ভ্যাইবা দেখ, এত উপরে রং করলো ক্যামনে?
১ম বন্ধু : আরে পাগল, এইডাই বুঝলি না, কাইত কইরা রং ঢাইলা সোজা কইরা রাখছে।