অনেকদিন পর স্ত্রী বাপেরবাড়ি থেকে ফিরেছে। মন্টুর বাপ দৌরে গিয়ে উৎফুল্ল হয়ে দরজা খুলে দাঁড়ালো এবং হাসিমখে বললো: শুভ গৃহ প্রত্যাবর্তন!
মন্টুর মা অবাক হয়ে: কী ব্যাপার! এত হাসিখুশি কেন? আমাকে দেখে তো এত খুশ হও না!
মন্টুর বাপ: সকালে রাশিফলে দেখলাম- বিপদকে হাসিমুখে মোকাবেলা করুন!