লেনোভোর পাতলা ল্যাপটপ

কম্পিউটার রিভিউ July 15, 2017 1,115
লেনোভোর পাতলা ল্যাপটপ

ভারতের বাজারে এলো লেনোভোর নতুন ল্যাপটপ। এটি আইডিয়া প্যাড সিরিজের। মডেল আইডিয়া প্যাড ৭১০ এস। হালকা ও পাতলা ওজনের এই ল্যাপটপটিতে সপ্তম প্রজন্মের কোরআই ৫ প্রসেসর রয়েছে। ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ৮০ হাজার রুপি।


সহজে বহনযোগ্য এই ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এটি আল্ট্রা লাইটের। এতে ৮ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।


লেনোভোর নতুন আইডিয়া প্যাডে আছে ১৩.৩ ইঞ্চির এফএইচডি আইপিএস এজি(স্লিম) ডিসপ্লে। এতে ইনটেল কোর আই ৭ জেনারেশন আই৫-৭২০০ ইউ মডেলের প্রসেসর রয়েছে।


ল্যাপটপটিতে ২৫৬ জিবি এসএসডি মেমোরি আছে। আরও আছে ২টি ইউএসবি ৩.০ পোর্ট, ফোর ইন ওয়ান কার্ড রিডার, ওয়াইফাই, ব্লুটুথ কানেকটিভিটি।