সাজায়া লাগায়া দিছি

মালিক ও কর্মচারী July 3, 2017 1,775
সাজায়া লাগায়া দিছি

মন্টু নামিদামি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর পদে চাকরি পেয়েছে। প্রথম দিন ডিউটিতে গিয়েই বাজিমাত করে ফেলেছে। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি করেছে। বস তো মন্টুর উপর পুরাই খুশি। মন্টুকে তার চেম্বারে ডেকে বলছে. . .


বস : ওয়েল ডান মাই বয়, তোমার পারফরমেন্স দেখে আমি খুবই খুশি। তা মন্টু, সারাদিন কি কাজ করলা?


মন্টু : স্যার, আমার টেবিলে বইসা প্রথমেই দেহি কি-বোর্ডের এ-বি-সি-ডি উল্টাপাল্টা দেওয়া। কেমনটা লাগে বলেন! তাই সারাদিন বইসা কি-বোর্ডের বাটনগুলা খুইলা, আবার সাজায়া লাগায়া দিছি।