তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস নতুন ল্যাপটপ আনলো। এটি ভিভোবুক সিরিজের। মডেল ভিভোবুক এস। এই ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে এতে ১৫.৬ ইঞ্চির ন্যানো এজ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।
আসুসের নতুন ভিভোবুক সিরিজের নতুন ল্যাপটপটিতে আছে সেভেন জেনারেশনের ইনটেল প্রসেসর। এর মূল্য ৬৯৯ ডলার।
থিন বেজেলের ল্যাপটপটিতে ন্যানো এজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর স্ক্রিন টু বডি রেশিও ৮০ শতাংশ। ডিসপ্লের আকার ১৫.৬ ইঞ্চি। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এতে ১৭৮ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি-ভিডিও দেখা যাবে।
ল্যাপটপটিতে ইনটেল কোর আই৭-৭৫০০ ইউ প্রসেসর রয়েছে। এতে ৮ জিবি ডিডিআর৪ র্যাম রয়েছে। এর হার্ড ড্রাইভ ১ টেরাবাইটের। এসএসডিতে আছে ১২৮ জিবি মেমোরি।
নিরাপত্তার জন্য ল্যাপটপটিতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেকটিভিটি হিসেবে এতে আছে ইউএসবি টাইপ সি, ওয়াইফাই, এইচডি এমআই।