কান্নাকাটির কী হল

মালিক ও কর্মচারী June 14, 2017 2,201
কান্নাকাটির কী হল

এক লোকের কুকুর মারা গেছে। শোকে কাঁদছে মনিব। একইসঙ্গে চাকরও কাঁদছে। মনিব চাকরকে কাঁদতে দেখে বললেন. . .


মনিব : কুকুর মারা গেল আমার আর হাউমাউ করে কাঁদছিস তুই। এত কান্নাকাটির কী হল?


চাকর : আমার কাম অনেক বাইড়া গেল সাহেব। কইতে গেলে ও-ই তো সব পরিষ্কার কইরা রাখত। চায়ের কাপ, থালা–বাসন সব তো ও-ই চাইটা-পুইটা সাফ করত। আমি শুধু ওকে তালিম দিতাম।