আজকে তাকে পেয়েছি

মালিক ও কর্মচারী June 13, 2017 1,946
আজকে তাকে পেয়েছি

ডা. হরিপদ একজন দাঁতের চিকিৎসক। এক সন্ধ্যায় দেখা গেল চেম্বারের বাইরে দাঁড়িয়ে আনন্দে লাফাচ্ছেন তিনি। ছুটে এল হরিপদের ব্যক্তিগত সহকারী-


সহকারী : স্যার, কোন সমস্যা?


হরিপদ : সমস্যা হলে কি আমি আনন্দে নাচি বেকুব?


সহকারী : সেটাই তো বলছি স্যার, ভেতরে রোগী বসিয়ে রেখে আপনি বাইরে দাঁড়িয়ে নাচানাচি করছেন কেন?


হরিপদ : ভেতরে যে রোগী বসে আছে, সে কে জানো?

সহকারী : না তো! কে স্যার?


হরিপদ : একজন পুলিশ সার্জেন্ট, যে গতকাল দ্রুত গাড়ি চালানোর অপরাধে আমার ৬০০ টাকা জরিমানা করেছে। আজকে তাকে পেয়েছি!