পেট্রল ফুরালেই থেমে যাবে

ডাক্তার ও রোগী June 13, 2017 1,538
পেট্রল ফুরালেই থেমে যাবে

হাবলুর ছেলে পানি ভেবে ভুল করে এক বোতল পেট্রল খেয়ে ফেলেছে। পেট্রল খাওয়ার পর থেকেই হাবলুর ছেলে অনবরত এদিক-ওদিক ছোটাছুটি করতে লাগল। ছেলের কাণ্ড দেখে হাবলু তো মহা দুশ্চিন্তায় পড়ে গেল। হাঁপাতে হাঁপাতে সে চিকিৎসকের কাছে গিয়ে হাজির।


চিকিৎসক : সমস্যাটা কী, এভাবে হাঁপাচ্ছেন কেন?


হাবলু : আর বলবেন না! আমার ছেলে পেট্রল খেয়ে শুধু এদিক-ওদিক ছোটাছুটি করছে। তাকে থামানোর একটা উপায় বাতলে দেন না।


চিকিৎসক : কোনো চিন্তা করবেন না। পেট্রল ফুরালেই আপনার ছেলে থেমে যাবে।