ইমার্জেন্সির জন্য রাখছি

ক্রেতা-বিক্রেতা কৌতুক June 12, 2017 2,094
ইমার্জেন্সির জন্য রাখছি

পেট্রল পাম্প থেকে ২১ কিলোমিটার দূরে একটি ট্রাকের পেট্রল শেষ হয়ে গেল। সেই ট্রাকের ড্রাইভার আবার বল্টু। সে মালিককে বলল, ‘পেট্রল পাম্প পর্যন্ত ধাক্কা লাগাইতে হইব!’


সবাই গাড়ি থেকে নেমে ধাক্কা দিতে কয়েকঘণ্টা পর তারা পাম্পে পৌঁছলো। কয়েকজন হেল্পার বেহুশ হয়ে গেল! তো বল্টু পেট্রল নেওয়া শুরু করলে মালিক এসে বলল, ‘পেছনে যে ড্রামগুলো আছে, ওইগুলো ভরিয়ে নিও’। তখন বল্টু বলল, ‘ওগুলো তো আগে থেকেই ফুল আছে, ইমার্জেন্সির জন্য রাখছি’!