যা আছে সব দিয়া দে

ক্রেতা-বিক্রেতা কৌতুক June 12, 2017 1,967
যা আছে সব দিয়া দে

ঈদে বাড়ি যাওয়ার সময় ট্রেন ডাকাতি হচ্ছে-


ডাকাত : এই তোর নাম কী?


১ম যাত্রী : সুমন।


ডাকাত : যা আছে সব দিয়া দে


সুমন সব কিছু দিয়ে দিল। এরপর অন্য একজনকে-


ডাকাত : এই আপনার নাম কী?


২য় যাত্রী : জুলেখা।


ডাকাত : জুলেখা আমার মায়ের নাম ছিল। আপনি সসম্মানে মুক্ত।


অন্য একজনকে-


ডাকাত : এই তোর নাম কী?


৩য় যাত্রী : উদয়। লোকে আদর করে জুলেখা বলে ডাকে!