নতুন একটি নোটবুক ছেড়েছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। এটি ভিভোবুক সিরিজের। মডেল ভিভোবুক ম্যাক্স এক্স৫৪১। এতে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি সম্প্রতি ভারতের বাজারে অবমুক্ত করা হয়েছে। নোটবুকটির মূল্য ৩১ হাজার ৯৯০ রুপি।
নোটবুকটির ওজন ১.৯ কিলোগ্রাম। এতে সপ্তম প্রজন্মের ইনটেল কোর আই ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এতে টুইন থ্রিডব্লিউ স্পিকার রয়েছ।
আসুসের তৃতীয় প্রজন্মের এই নোটবুকটিতে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এতে কোর আই৩-৭১০০ ইউ প্রসেসর, ইনটেল এইচডি গ্রাফিক্স ৬২০ এবং ৪ জিবি ডিডিআর৪ ২৪০০ মেগাহার্জ র্যাম রয়েছে। র্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
নোটবুকটিতে গেমিং গ্রেড চিকলেট কিবোর্ড ব্যবহার করা হয়েছে। এতে এক টেরাবাইট ৫৪০০ আরপিএম হার্ডড্রাইভ রয়েছে।
আসুসের নতুন নোটবুকটিতে ৩ সেলের ৩৬ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে।