এক পিচ্চি দোকানে গিয়েছে, হাতে একটা বোতল।
পিচ্চি : এক লিটার আটা দেন তো।
দোকানদার : বাবু! আটা লিটারে না কেজিতে বিক্রি হয়।
পিচ্চি : আচ্ছা। এই বোতলে এক কেজি আটা দেন তো।
দোকানদার : আহ! বাবু, এভাবে না। আটা বোতলে নেয় না। আচ্ছা তুমি আমার জায়গায় আস, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়।
পিচ্চি কাউন্টারের ওপাশে গেল আর দোকানদার কাউন্টারের সামনে. . .
দোকানদার : এক কেজি আটা দেন তো।
পিচ্চি : বোতল আনছেন?