বস ও অফিস অ্যাসিস্ট্যান্ট

মালিক ও কর্মচারী May 31, 2017 2,366
বস ও অফিস অ্যাসিস্ট্যান্ট

পিয়ন মন্টু হঠাৎ এসে জেদের ভঙ্গিতে বসকে বলল : স্যার, আগামীকাল থেকে আমারে এক ঘণ্টা আগে ছুটি দেবেন।


বস : কেন কেন? কী এমন ঘটল যে...


মন্টু : স্যার, এক চাকরিতে সংসার চলে না। তাই ঠিক করেছি রাতে রিকসা চালামু।


মন্টুর কথায় আবেগে বসের চোখে পানি চলে এলো। তিনি পিয়নকে বুকে জড়িয়ে ধরে বললেন : আমিও তো সংসারের খরচ সামলাতে রাতে অন্য 'ধান্ধা' করি। গাড়ির চাকার লিক সারাই আর হাওয়া দেওয়ার ছোট্ট দোকান খুলেছি ধোলাইখালে। তোমার চাকা লিক হলে বা হাওয়া দিতে হলে চলে এসো আমার দোকানে, তোমার জন্য হাফ রেটে.....


উঁ উঁ... বস কাঁদতে থাকেন