ওর স্বামী আমার স্বপ্নে আসছিলো

স্বামী-স্ত্রী কৌতুক May 30, 2017 1,663
ওর স্বামী আমার স্বপ্নে আসছিলো

এক রাতে স্বামী তার স্ত্রীকে রাগানোর জন্য বলছে-


স্বামী : কাল রাতে আমার স্বপ্নে খুব সুন্দরী একটা মেয়ে আসছিলো।


স্ত্রী : মেয়েটা নিশ্চয়ই একা আসছিলো?


স্বামী : হ্যাঁ! কিন্তু তুমি কিভাবে জানলে?


স্ত্রী : কারণ, ওর স্বামী আমার স্বপ্নে আসছিলো।