স্ত্রী: ধোঁকাবাজ, শয়তান, ইতর!
স্বামী: কী হয়েছে জান আমার, প্রিয়া আমার? তোমার জ্ঞাতীগুষ্ঠীর নাম নিয়ে ডাকছো কেন সকাল সকাল?
স্ত্রী: এগুলো তোরই নাম! তুই একটা ধোঁকাবাজ!
স্বামী: কী ধোঁকা দিলাম তোমাকে আবার!
স্ত্রী: বিয়ের আগে কেন বলিসনি যে তোর রানী নামে একটা বউও আছে!
স্বামী: আমি তো তোমাকে বারবার বলেছি- তোমাকে রানীর মতো রাখবো। কি, বলিনি...