সর্দারজির বাড়িতে বেড়াতে গেছে তার এক বন্ধু। গিয়ে দেখে সর্দারজি সারা ঘর আতিপাতি করে কী যেন খুঁজছে। বন্ধু বলল-
বন্ধু : কী খুঁজছো হে?
সর্দারজি : লুকানো ক্যামেরা।
বন্ধু : বলো কি! তোমার ঘরে লুকানো ক্যামেরা লাগাল কে?
সর্দারজি : ওই টেলিভিশন চ্যানেলওয়ালারা।
বন্ধু : কী করে বুঝলে?
সর্দারজি : ওরা একটু পরপরই বলে, ‘আপনারা দেখছেন অমুক টিভি’। আমি যে অমুক টিভি দেখছি, ও ব্যাটা বুঝল কী করে!