ব্যাংক চেক কবরে দিয়েছি

স্বামী-স্ত্রী কৌতুক May 25, 2017 1,418
ব্যাংক চেক কবরে দিয়েছি

একদিন স্বামী তার স্ত্রীকে বলছে-

স্বামী : আমি সারা জীবন অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি। আমি চাই- আমি যদি টাকাগুলো শেষ করার আগেই মরে যাই, তাহলে তুমি টাকাগুলো আমার সাথে কবরে দিয়ে দিবে।


বলে স্বামী তার স্ত্রীকে প্রমিজ করিয়ে নিল ভালোভাবে। এর কিছুদিন পরই লোকটা মারা গেল-


স্ত্রী তার স্বামীকে কবর দেওয়ার সময় সেই টাকার ব্যাগটা সাথে দিয়ে দিল। তা দেখে তার এক বান্ধবী বলল-


বান্ধবী : তুই নিশ্চয়ই সব টাকা ওখানে দিয়ে দেওয়ার মত বোকামি করিসনি?


স্ত্রী : কি যে বলিস না, আমি সব টাকাই দিয়ে দিছি, প্রমিজ করছি না!


বান্ধবী : তুই এটা কিভাবে করতে পারলি?

স্ত্রী : আরে আগে আমি সব টাকা একসাথে করে আমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিছি। তারপর পুরো টাকার একটা ব্যাংক চেক করে কবরে দিয়ে দিছি। এখন ওখান থেকে ওর টাকা ও যদি নিতে পারে নিক!