মাথায় কামড়েছে

ডাক্তার ও রোগী May 21, 2017 1,252
মাথায় কামড়েছে

মফিজ : ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, জলদি চলেন। আমার বউকে বাঁচান, ওকে সাপে কামড়েছে।


ডাক্তার : সে কি! কোথায় কামড়েছে? হাতে না পায়ে? ক্ষতস্থান থেকে একটু দূরে শক্ত করে বেঁধেছ?


মফিজ : হ্যাঁ ডাক্তার সাহেব, মাথায় কামড়েছে। আমি বুদ্ধি করে ওর গলায় গামছা দিয়ে শক্ত করে বেঁধে রেখে এসেছি।