স্বামী : হ্যালো, কোথায় তুমি?
স্ত্রী : এই তো বাসায় কাজ করতেছি।
স্বামী : আমার যে আজ খুব খুশি খুশি লাগতেছে।
স্ত্রী : কেন? তোমার আবার কী হলো?
স্বামী : আজ তোমাকে একটা গিফট দেব। তোমার একটি ইচ্ছা পূরণ করতে পেরেছি তাই খুব খুশি লাগছে।
স্ত্রী : ওমা, তাই বুঝি ! তা কী জিনিস কিনলে, একটু বলো না?
স্বামী : বাসায় আসলে দেখতে পাবে, ওয়েট ১০ মিনিট।
স্ত্রী : দাঁড়াও, আমি ভিডিও কল দিতাছি।
স্বামী : আরে না, আমার ভিডিও কল চালু হচ্ছে না। আর একটু ওয়েট করো!
স্ত্রী : বলো না, প্লিজ বলো না। আমার জন্য এমন কী জিনিস আনলে তুমি?
স্বামী : আচ্ছা, তাহলে দেখতে চাও?
স্ত্রী : হুম।
স্বামী : তাহলে বেলকনিতে এসো।
স্ত্রী : হুম এলাম, কই কিছু তো দেখছি না?
স্বামী : রাস্তার সোজা ডানপাশে তাকাও।
স্ত্রী : হ্যাঁ, তাকালাম কিন্তু কিছু তো দেখছি না?
স্বামী : তার অপজিটে দেখো একটা কিছু দেখতে পাচ্ছ?
স্ত্রী : হুম দেখতে পেয়েছি।
স্বামী : কি দেখতে পেলে ওখানে?
স্ত্রী : একটা পিঙ্ক কালারের কার। তাও আমার পছন্দের কালার।
স্বামী : হ্যাঁ, এই বুঝতে পেরেছো। ওই কালারের একটা নেলপলিশ কিনেছি তোমার জন্য!