বউয়ের সঙ্গে থাকি না

বন্ধু কৌতুক May 18, 2017 1,406
বউয়ের সঙ্গে থাকি না

স্ত্রীকে নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে. . .


প্রথম বন্ধু : আমি এখন আর আমার বউয়ের সঙ্গে থাকি না।


দ্বিতীয় বন্ধু : কেন কেন?


প্রথম বন্ধু : তুই কি এমন কারো সঙ্গে থাকতে পারবি যে নেশা করে, সিগারেট খায়, রাতে দেরি করে বাসায় ফেরে?


দ্বিতীয় বন্ধু : কোনো দিনও না।


প্রথম বন্ধু : আমার বউয়েরও একই কথা।