মাকে সারপ্রাইজ দিন নিজ হাতে তৈরি কার্ডে

হাতে কলমে, টুকিটাকি জিনিস হাতে তৈরি May 14, 2017 5,197
মাকে সারপ্রাইজ দিন নিজ হাতে তৈরি কার্ডে

বিশ্ব মা দিবস আজ। মাকে ভালোবাসার জন্য একদিন যথেষ্ট নয়, তবুও এই দিনটি ঘিরে মাকে নিয়ে প্রত্যেক সন্তানের থাকে বিশেষ কিছু পরিকল্পনা। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মায়ের ভালোবাসা পেতে আমরা এত বেশি অভ্যস্ত থাকি যে তাকে আর আলাদা করে বলা হয় না- মা তোমায় অনেক ভালোবাসি। তাই এই মা দিবসে মাকে ঘিরে একটু বিশেষ কিছু করার চেষ্টা থাকে সব সন্তানদের।


কাজের ব্যস্ততায় মার জন্য কিছু কেনা হয়নি। কিংবা ভুলেই গেছেন আজ মা দিবস। এখন মাকে শুভেচ্ছা জানাবেন কীভাবে, তাই ভাবছেন তো? ভাবনা চিন্তা সব শেষ। নিজ হাতে খুব সহজে তৈরি করে দিতে পারেন একটি কার্ড। বাজারে থেকে উপহার তো সব সময় কিনে দিতে পারবেন। আজ বিশেষ দিনে নিজের হাতে মাকে না হয় কিছু তৈরি করে দিলেন।


যা যা লাগবে

- কাগজের শিট

- বিভিন্ন রঙের ফিতা

- আইকা বা গ্লু

- ডিজাইন কার্ড

- পেন্সিল


যেভাবে তৈরি করবেন

১। প্রথমে চারকোনা ডিজাইন কার্ড নিন। তার উপর একটি ছোট ডিজাইন হার্ট কার্ডের একপাশে লাগিয়ে নিন।


২। এবার হার্ট শেইপের উপর থেকে পেন্সিল Mom কথাটি লিখুন।


৩। অন্য একটি কালো কলম দিয়ে Mom কথাটি গাঢ় করে লিখুন।


৪। এবার বিভিন্ন রঙের ফিতার মুখে আঠা লাগিয়ে ফুল ফিতার দুই প্রান্ত নিয়ে একসাথে লাগিয়ে নিন। অনেক ফুলের মত হবে।


৫। তারপর চারকোনা কাগজের পিছনে আঠা দিয়ে ফিতাগুলো লাগিয়ে ফেলুন। এক লাইনে সবগুলো ফিতা লাগিয়ে নিন।


৬। একটি চারকোনো কার্ড নিন। ফিতাগুলো এবং কার্ডের চারপাশে আঠা লাগিয়ে নিন। চারকোনা সাদা কার্ডের উপর “মম” লেখা কার্ডটি লাগিয়ে দিন।


৭। কার্ডের উপরে এককোনায় পছন্দের কোনো শো পিস যেমন ছোট কাপড়ের বউ অথবা হার্ট শেইপের কিছু লাগিয়ে দিন। আর ভিতরে লিখুন মাকে না বলা সব কথা।


৮। এবার কিছু চকলেট আর কার্ডটি নিয়ে হাজির হোন মার কাছে দেখুন মা কতখানি খুশি হয়ে উঠে আপনার উপর।