

বাংলাদেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে এইচপি। গেইমারদের কথা চিন্তা করেই আধুনিক প্রযুক্তির এ ল্যাপটপ বাজারে এনেছে এইচপি কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জয়তুন রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে ১৫-এএক্স ২২০ টিএক্স ও ২২১ টিএক্স মডেলের ল্যাপটপ দুটির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে এইচপি’র কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া বলেন, ১৫-এএক্স ২২০ টিএক্স মূলত গেইমারদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এর নানা ব্যতিক্রমী ফিচার তাদের জন্য গেইম খেলায় আরও স্বচ্ছন্দ নিয়ে আসবে।
অনুষ্ঠানে এইচপির কর্মকর্তারা বলেন, সাধারণত ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশের বিবেচনায় বিভিন্ন সিরিজের নাম ঘোষণা করা হয়।
এইচপির কর্মকর্তারা জানান, নোটবুক পিসি হিসেবে ওমেন সিরিজে উন্নত প্রসেসর ও গ্রাফিকস ব্যবহার করা হয়েছে।
ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৮ জিবি র্যাম, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ গ্রাফিকস আছে এতে। এতে ব্যবহৃত হয়েছে ১২৮ জিবি এসএসডি। ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত নোটবুকটির দাম ১ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে ২২১ টিএক্স মডেলের ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ১৬ জিবি র্যাম ও জিফোর্স জিটিএক্স ১০৫০ টিআই গ্রাফিকস কার্ড। এ মডেলের নোটবুকটির দাম ১ লাখ ৪০ হাজার টাকা।









