কোদাল চুরি হয়ে গেছে

স্বামী-স্ত্রী কৌতুক May 10, 2017 1,478
কোদাল চুরি হয়ে গেছে

এক কৃষক খালি হাতে মাঠ থেকে ঘরে ফিরে এলো। স্ত্রী জিজ্ঞেস করল-


স্ত্রী : আরে, তোমার কোদাল কোথায়?


কৃষক : (জোরে) যাহ, কোদালটা ভুলে মাঠে ফেলে এসেছি।


স্ত্রী : গলা নামিয়ে বলো। কথাটা কেউ যদি শুনতে পায়, তাহলে সে মাঠে গিয়ে তোমার কোদাল চুরি করে নিয়ে যাবে। যাও, তাড়াতাড়ি মাঠে গিয়ে কোদাল নিয়ে এসো।


কৃষক তাড়াতাড়ি মাঠে গেল। কিন্তু কোথায় কোদাল? চুরি হয়ে গেছে। বাড়ি ফিরে কৃষক গলা নামিয়ে বউয়ের কানের কাছে ফিসফিস করে বলল-


কৃষক : কোদাল চুরি হয়ে গেছে।