এসারের নতুন গেমিং ল্যাপটপ বাজারে

কম্পিউটার রিভিউ May 2, 2017 1,074
এসারের নতুন গেমিং ল্যাপটপ বাজারে

দেশের বাজারে এলো এসারের নতুন ল্যাপটপ। মডেল এসার ভিএক্স১৫। এটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ল্যাপটপটি গেমিং সিরিজের।


নতুন ল্যাপটপটিতে আছে ইন্টেল সপ্তম প্রজন্মের ৭৭০০এইচকিউ মডেলের কোর আই সেভেন প্রসেসর। এতে আছে ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম, এনভিদিয়া জিফোর্স জিটিএক্স ১০৫০ মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড, ১২৮ জিবি এসএসডি, ১ টেরাবাইট হার্ডড্রাইভ।


ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ব্যাকলিট কি-বোর্ড রয়েছে।নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ল্যাপটপটিতে আছে ব্লুটুথ এবং ওয়াইফাই।


দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৯৭ হাজার ৫০০ টাকা।