পেয়ারা গাছে কলম কাঁটার নিয়ম!

হাতে কলমে, টুকিটাকি জিনিস হাতে তৈরি April 28, 2017 3,636
পেয়ারা গাছে কলম কাঁটার নিয়ম!

গাছ প্রাকৃতিক সৌন্দর্য্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এরা ভূমিক্ষয় রোধ করে এবং এদের পত্রপল্লবের নিচে আবহাওয়া-সুরক্ষিত বাস্তুসংস্থান তৈরি করে। বৃক্ষ অক্সিজেন তৈরি ও বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড দূরীকরণ এবং ভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


গাছ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বলে শেষ করা যাবে না। যারা বৃক্ষপ্রেমী তারা বিভিন্ন ধরণের গাছ পরিচর্যা করতে ভালবাসে। আজ আমরা পেয়ারা গাছে কলাম কাঁটার উপায় নিয়ে আলোচনা করব। আশা করি, বৃক্ষপ্রেমীরা এতে কিছুটা হলেও উপকার পাবেন।


১. প্রথমে কলমের উপযোগী একটা ডাল নির্বাচন করতে হবে৷


২. একটা কাচি বা ছুরি দিয়ে ডালটির কলম দিবেন ঐ জায়গায় লম্বভাবে দুই থেকে তিন ইঞ্চি ছিলে নিতে হবে৷


৩. ছুলা স্থানে ভিডিও টি দেখে পলিথিন পেঁচিয়ে গোবর মিশ্রিত (অর্ধেক মাটি ও অর্ধেক গোবর ভালো ভাবে মিশানো) মাটি দিয়ে লেপ দিতে হবে৷


৪. এরপর মাটি লেপ দেওয়া স্থানে ভালো ভাবে পলিথিন পেঁচিয়ে উপরে নিচে বেধে দিতে হবে৷ এমন ভাবে বাধতে হবে যেন ভিতরে বাতাস ও পানি না ঢুকতে পারে৷


৫. তারপর যথাযথ শিখর গজালে কলম টি কেটে অন্য কোথাও লাগিয়ে দিতে হবে৷