বড়দা ভালো আছেন

বন্ধু কৌতুক April 27, 2017 2,698
বড়দা ভালো আছেন

পল্টু : কি রে? তোকে এ রকমভাবে মারলো কে?

বল্টু : হেড স্যার।

পল্টু : এ মা, কেনো রে?

বল্টু : আরে, গার্লস স্কুলের মেয়েরা হেড মিস্ট্রেসকে বলে বড়দি।

পল্টু : তো কী হয়েছে?

বল্টু : আরে আমিও তাই আজকে হেড মাস্টারকে গিয়ে বললাম, ‘বড়দা ভালো আছেন?’ কী ক্যালান ক্যালালো মাইরি।