বাজারে কোরশেয়ার গেমিং কিবোর্ড!

গ্যাজেট রিভিউ April 19, 2017 844
বাজারে কোরশেয়ার গেমিং কিবোর্ড!

স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে কোরশেয়ার ব্রান্ডের কে৭০ লাক্স মেকানিকাল গেমিং কিবোর্ড। লাল ব্যাকলাইটিংয়ের এ কিবোর্ডে রয়েছে ম্যাক্রো কি, ইউএসবিতে ফুল কি রোলওভার, উইন লক ও সিইউবি সফটওয়্যার।


ব্র্যাইডেড ফাইবারযুক্ত কিবোর্ডটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি। এ কিবোর্ডের দাম ১২ হাজার টাকা। বিজ্ঞপ্তি।