স্বামীর মাথায় বাড়ি

স্বামী-স্ত্রী কৌতুক April 18, 2017 1,823
স্বামীর মাথায় বাড়ি

স্বামী বসে বসে টিভি দেখছিলো। স্ত্রী পিছন থেকে এসে একটা সসপ্যান দিয়ে তার মাথায় বাড়ি দিলো। স্বামী ব্যথা পেয়ে চিৎকার দিলো এবং জানতে চাইলো-


স্বামী : কেন তুমি এই কাজ করলে?


স্ত্রী : তোমার প্যান্টের পকেটে যে কাগজটা পেয়েছি তাতে ‘জেনি’ নাম লেখা ছিল। এজন্য তোমাকে এই শাস্তি দিলাম।

স্বামী : ধুত্তোরি। জেনি তো রেসের একটা ঘোড়ার নাম। ওটার উপর আমি গত সপ্তাহে বাজি ধরেছিলাম।


স্বামীর এই উত্তরে শুধু শুধুই স্বামীকে সন্দেহ করে আঘাত করায় স্ত্রী খুব লজ্জা পেলো। তাই স্বামীর কাছে করজোড়ে মাফ চাইলো। স্বামীও মহানুভবতার চুড়ান্ত রেজাল্ট দেখিয়ে স্ত্রীকে মাফ করে দিলো।


পরের শুক্রবার স্বামী আরাম করে বসে বসে টিভি দেখছিলো।


স্ত্রী এবার বড় একটা পাতিল দিয়ে স্বামীর মাথায় বাড়ি দিলো।

স্বামী : কি হলো, আবার কী করলাম?


স্ত্রী : কিছুই করোনি। তোমার সেই ‘জেনি’ নামের রেসের ঘোড়া তোমাকে ফোন করেছে!