কুন বাপরে ডাকুম, স্যার!

মালিক ও কর্মচারী April 16, 2017 2,259
কুন বাপরে ডাকুম, স্যার!

ফুটানি দেখানো স্বভাবের হঠাৎ বড়লোক শাহীন সাহেব কাজের ছেলে রতনকে নির্দেশ দিচ্ছেন, এখন থেকে মেহমান আসলে তাদের সামনে আমি যদি বলি ব্লেজারটা নিয়ে আয়, তুই তখন জিজ্ঞেস করবি- স্যার কোনটা আনবো? জার্মানিরটা, ফ্রান্সেরটা না আমেরিকানটা?


রতন: জ্বে, স্যার। বলবো।

মনিব: শোন, শুধু ব্লেজার-ই না, টাই, জুতা, পারফিউম যা-ই বলি তুই এমন বিদেশি নামগুলো দিয়ে প্রশ্ন করবি। খবরদার ভুলে যেন না যাস!

রতন: জ্বে স্যার, ভুলবো না


পরদিন একলোক এসে শাহীন সাহেবের কাছে তার বাবার খোঁজ করলো। তাকে ড্রয়িং রুমে বসিয়ে জোরে হাঁক ছাড়লেন, শাহীন সাহেব

রতন, রতন! বাবাকে ডাক!


স্যার, আপনের কুন বাপরে ডাকুম! আমরিকার, জার্মানির, ফ্রান্সের না…

অ্যাঁ! হারামজাদা! তোর কি মাথা খারাপ হইছে…

স্যার! আপনে-ই না কইলেন হেইদিন...