জঘন্য গন্ধ বের হয়

ডাক্তার ও রোগী April 13, 2017 1,874
জঘন্য গন্ধ বের হয়

হাবলু : ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা। কিন্তু ভালো দিক এই যে, আমার গ্যাসের গন্ধও হয় না, আওয়াজও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টেরই পায়নি।


চিকিৎসক : এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন।


এক সপ্তাহ পর. . .

হাবলু : এ কী ওষুধ দিলেন ডাক্তার সাহেব, আমার গ্যাসে এখনো আওয়াজ নেই। কিন্তু জঘন্য গন্ধ বের হয়!


চিকিৎসক : গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে; এখন আপনার কানের চিকিৎসা করতে হবে।