আমি মরলে তুমি বিয়ে করবে

স্বামী-স্ত্রী কৌতুক April 10, 2017 1,689
আমি মরলে তুমি বিয়ে করবে

স্ত্রী : আমি যদি হঠাৎ মারা যাই।


স্বামী : তুমি মরে গেলে আমি পাগলই হয়ে যাব।


স্ত্রী : আরেকটা বিয়ে করবে না তো?


স্বামী : পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে।


স্ত্রী : আমি জানি, আমি মরলে তুমি সঙ্গে সঙ্গে বিয়ে করবে।


স্বামী : না, অন্তত মাসখানেক বিশ্রাম নেব।