এক কৃপণ একটা খুব দামি সেন্ট কিনেছে দেখে তার বন্ধু অবাক হয়ে বলল. . .
বন্ধু : কিরে, যতদূর জানি তুই সেন্টের খালি বোতলে পানি ভরে শরীরে মাখানোর মত কিপ্টা! সেই তুই এত্ত দামি সেন্ট কিনলি
!
কৃপণ : আর বলিস না, গন্ধটা খুব ভাল ছিলো।
বন্ধু : তাই বলে এত দামিটা কিনলি, তোর কলিজায় সইলো?
কৃপণ : আরে এত্ত চিন্তা করিস কেন, এই সেন্ট দেখবি দুই বছর চালাবো।
বন্ধু : মানে? দুই মাসের সেন্ট দুই বছর কীভাবে চালাবি?
কৃপণ : আঙুলে নিয়ে নাকে সেন্ট লাগিয়ে রাখবো, পুরো শরীরে মাখবো না!