সাঁতার কেটে থাকতে পারব

স্বামী-স্ত্রী কৌতুক April 4, 2017 1,436
সাঁতার কেটে থাকতে পারব

এক কঞ্জুস কৃষক হঠাৎ করে কুয়োতে পড়ে গেল। স্ত্রী উপর থেকে চিৎকার করে বলল. . .


স্ত্রী : আমি এখনই ক্ষেত থেকে মজুরদের ডেকে এনে তোমাকে উদ্ধার করছি।


কৃষক : এখন ক’টা বাজে?


স্ত্রী : এগারোটা।


কৃষক : তাহলে একঘণ্টা পরে যাও। তখন ওদের খাবার ছুটি হবে। ততক্ষণ আমি সাঁতার কেটে থাকতে পারব।