সবচেয়ে পাতলা ল্যাপটপ বাজারে আনলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এটি এসারের তৈরি। মডেল সুইফট সেভেন।
ল্যাপটপটিতে আছে অরিজিনাল উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম। এতে আছে ইন্টেল কোর আই সেভেন-৭ওয়াই৭৫ প্রসেসর।
ল্যাপটপটির ডিসপ্লে ১৩.৩ ইঞ্চির ফুল এইচডি আইপিএস। ইন্টেল ৬১৫ মডেলের এইডডি গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ ল্যাপটপটিতে আছে ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, হাই ডেফিনিশন ক্যামেরা, ১ মাসের মাইক্রোসফট অফিস ৩৬৫ট্রায়াল, ওয়াইফাই এবং ব্লুটুথ ট্রান্সফার সুবিধা।
মাত্র ৯.৯৮ মিলিমিটার পুরুত্বের এই ল্যাপটপটিতে থাকবে ২ বছরের বিক্রয়োত্তর সেবা। ল্যাপটপটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।