সবচেয়ে পাতলা ল্যাপটপ বাজারে

কম্পিউটার রিভিউ April 1, 2017 1,239
সবচেয়ে পাতলা ল্যাপটপ বাজারে

সবচেয়ে পাতলা ল্যাপটপ বাজারে আনলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এটি এসারের তৈরি। মডেল সুইফট সেভেন।


ল্যাপটপটিতে আছে অরিজিনাল উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম। এতে আছে ইন্টেল কোর আই সেভেন-৭ওয়াই৭৫ প্রসেসর।


ল্যাপটপটির ডিসপ্লে ১৩.৩ ইঞ্চির ফুল এইচডি আইপিএস। ইন্টেল ৬১৫ মডেলের এইডডি গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ ল্যাপটপটিতে আছে ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, হাই ডেফিনিশন ক্যামেরা, ১ মাসের মাইক্রোসফট অফিস ৩৬৫ট্রায়াল, ওয়াইফাই এবং ব্লুটুথ ট্রান্সফার সুবিধা।


মাত্র ৯.৯৮ মিলিমিটার পুরুত্বের এই ল্যাপটপটিতে থাকবে ২ বছরের বিক্রয়োত্তর সেবা। ল্যাপটপটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।