সদ্য বিয়ে করানো ছেলেকে সুই-সুতো নিয়ে পাঞ্জাবীর বোতাম লাগাতে দেখে ক্ষুব্ধ বাবা চেঁচিয়ে উঠলেন
বাবা: আরে পল্টু, করস কী তুই! তোরে বিয়া করাইলাম এইর লাইগা নাকি। তোর পাঞ্জাবীর বোতাম তোর লাগাইতে হইবো কেন? বউমা আছে না!
পল্টু: বাবা, তুমি ভুল করছো। এটা তোমার বউমার পাঞ্জাবী, আমার না!