যেখানে অনেকদিন যাইনি

স্বামী-স্ত্রী কৌতুক March 30, 2017 1,537
যেখানে অনেকদিন যাইনি

স্বামী : বিবাহবার্ষিকীতে কোথায় যাবে?


স্ত্রী : এমন কোথাও যাবো, যেখানে অনেকদিন যাইনি।


স্বামী : চলো, তাহলে আমাদের বাড়ি মানে তোমার শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি।