

ছেলে : আব্বা অংক স্যার আমারে মারছে।
বাবা : ক্যান। কি করছস?
ছেলে : স্যার জিজ্ঞেস করছিল ৩+২= কত?
বাবা : পারস নাই?
ছেলে : আমি বলছি ৫।
বাবা : তারপরে?
ছেলে : স্যার বলেছেন ২+৩= কত?
বাবা : ওইটার উত্তরও তো একই হবে রে গাধা।
ছেলে : আরে আমিও তো স্যারকে এই কথাই বললাম। এরপরেও স্যার মাইর দিলেন।