যদি জায়গা না পাই

পুলিশ ও আসামী March 7, 2017 3,879
যদি জায়গা না পাই

কিছু লোক জুয়া খেলছিল। হঠাৎ পুলিশ এসে গেল।


কয়েকজনকে গ্রেফতার করল আর কয়েকজনকে ধরার আগেই তারা পুলিশের গাড়িতে উঠে বসে আছে। পুলিশ তাদের জিজ্ঞাসা করল-


পুলিশ : ধরার আগে কেন গাড়িতে উঠে বসে আছিস?


জুয়াখোর : স্যার, পরে যদি জায়গা না পাই।