বউকে নিয়ে পালিয়েছিলো

পুলিশ ও আসামী May 13, 2018 2,861
বউকে নিয়ে পালিয়েছিলো

এক সিনিয়র সিটিজেন ১০০ কি মি বেগে হাইওয়ে দিয়ে গাড়ী চালিয়ে যাচ্ছিলেন!


গাড়ীর রিয়র ভিউ মিররে তিনি দেখলেন যে একটা পুলিশের গাড়ী পেছন থেকে তাকে ধাওয়া করছে!


তখন তিনি গাড়ীর স্পীড আরো বাড়িয়ে দিলেন...১৩০ তারপর ১৫০ তারপর ১৭০


তখন তার মনে হলো যে তার মত বয়স্ক একটা লোকের পক্ষে এরকম গাড়ী চালানো শোভা পায় না ! তাই তিনি গাড়ীটি রাস্তার পাশে পার্ক করে পুলিশের গাড়ীর অপেক্ষা করছিলেন !


পুলিশের গাড়ী এসে থামলে একজন ইন্সপেক্টর গাড়ী থেকে নেমে বৃদ্ধকে বললেন -


এতো স্পিডে গাড়ি চালানোর যদি একটা যুক্তিসঙ্গত কারন যদি বলতে পারেন, তাহলে আমি আপনাকে ছেড়ে দেবো !


বৃদ্ধ বললেন - অনেক বছর আগে এক পুলিশ আমার বউকে নিয়ে পালিয়েছিলো, আমি ভাবলাম, এখন বোধহয় সেই পুলিশ আমার বউকে ফিরিয়ে দিতে আসছে !


ইন্সপেক্টর Have a good day বলে বিদায় নিলেন !